আজকের শিরোনাম :

যথেষ্ট খাদ্য মজুদ আছে, উদ্বেগের কিছু নেই: প্রধানমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২০, ২০:৩৫ | আপডেট : ২৯ মার্চ ২০২০, ২০:৪০

দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ আছে, আগামী মৌসুমের ফসল আসা পর্যন্ত দেশে কোন খাদ্য সংকট দেখা দিবেনা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার (২৯শে মার্চ) বিকেলে গণভবনে এক অনির্ধারিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, 'যথেষ্ট খাদ্য মজুদ আছে, উদ্বেগের কিছু নেই। আগামী ১ বছরে কোন খাদ্য সংকট হবে না।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, 'আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের খাদ্যে কোনো সমস্যা হবে না। আমরা আমাদের চালাতে পারব, পাশাপাশি আমরা অনেককে সহযোগিতা করতে পারব।'

করোনার সঙ্গে লড়াই করার সক্ষমতা আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সংক্রমণ রোধে প্রয়োজনে অন্য দেশকেও সহযোগিতা করতেও প্রস্তুত। তিনি বলেন, আমাদের কাছে অনেক বন্ধু দেশ সযোগিতা চেয়েছেন, যারা সহযোগিতা চেয়েছেন তাদের সহযোগিতা করতে পারব। সে সক্ষমতা আমাদের আছে। মানবিক কারণেই আমরা তা করব।'

তিনি বলেন, বাঙালি কখনও হারেনি, আমরা কখনও হারবো না, এ আত্মবিশ্বাস সবাইকে রাখতে হবে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ