আজকের শিরোনাম :

দেশের জীবাশ্ম জ্বালানি নিজেদের উন্নয়নে ব্যবহৃত হবে : প্রধানমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২০, ২০:৪৬ | আপডেট : ২৮ জানুয়ারি ২০২০, ২১:৪২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জীবাশ্ম জ্বালানি নিজেদের অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে ব্যবহার করা হবে।  রাশিয়ার গাজপ্রমের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সাথে তার সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। সাক্ষাত শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমদের যে গ্যাস আছে তা আমরা দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের কল্যাণে ব্যবহার করব।’

প্রধানমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালে এবং পরে সোভিয়েত ইউনিয়নের সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

তিনি বলেন, ‘রাশিয়া সব সময় আমাদের সহায়তা করেছে, তারা মুক্তিযুদ্ধের পর চট্টগ্রাম বন্দরের চ্যানেল নৌযান চলাচলের জন্য খুলে দিতে মাইন অপসারণে তাদের নৌবাহিনীর সদস্যদের মোতায়েন করেছিল। মাইন অপসারণ করতে গিয়ে রাশিয়ান নৌবাহিনীর কয়েকজন সদস্য নিহত হয়েছিলেন।’ 

শেখ হাসিনা বলেন, রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশ রূপপুরে নিজেদের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ