আজকের শিরোনাম :

রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত ঠাকুরবাড়ি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০১৮, ০১:০০ | আপডেট : ২৬ মে ২০১৮, ০২:১০

ঢাকা, ২৬ মে, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবাসস্থল বিখ্যাত জোঁড়া সাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করেছেন।

শুক্রবার বিকেলে কলকাতার উত্তরে রবীন্দ্র সরণীর সিংহী বাগানে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বাড়িটির বিভিন্ন কক্ষ প্রধানমন্ত্রী ঘুরে দেখেন।

এই বাড়িতেই ১৮৬১ সালের ৭ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন এবং শিশুকাল থেকে জীবনের অধিকাংশ সময় কাটান এবং এখানেই ১৯৪১ সালের ৭ আগস্ট তিনি মারা যান।

পরে সেখানে প্রধানমন্ত্রী পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার সকালে দুইদিনের সরকারি সফরে এখানে পৌঁছেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ