আজকের শিরোনাম :

ব্যস্ততা ভুলে শিশুদের সঙ্গে নির্মল সময় কাটালেন প্রধানমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০১৮, ২৩:৫৪

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল প্রকাশ, তারপর ২০১৯ শিক্ষাবর্ষে বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৪ ডিসেম্বর) গণভবনে কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে প্রধানমন্ত্রী ২০১৯ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে চলতি বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) এবং প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও সমমানের ইবতেদায়ি পরীক্ষার ফলাফলও তুলে দেওয়া হয়।

আনুষ্ঠানিকতা শেষে গণভবনের খোলা মাঠে বিভিন্ন রাইডে খেলতে শিশুদের দেখে এগিয়ে যান শেখ হাসিনা। নির্বাচনী ব্যস্ততা ভুলে প্রধানমন্ত্রীকে এসময় শিশুদের সঙ্গে বেশ খানিকটা সময় গল্প করতে দেখা যায়।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ