আজকের শিরোনাম :

বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে সকল সমস্যার সমাধান সম্ভব: শেখ হাসিনা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০১৮, ১৪:৪৬ | আপডেট : ২৫ মে ২০১৮, ২০:১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্তি নিকেতনে বক্তব্য প্রদানকালে

ঢাকা, ২৫ মে, এবিনিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে যে কোনো সমস্যা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে সমাধান সম্ভব।

আজ শুক্রবার শান্তিনিকেতনে বাংলাদেশ ভবনের উদ্ভোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দুই প্রতিবেশী দেশ এক হয়ে চলতে চাই, কিছু সমস্যা আছে, যে কোন সমস্যা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে সমাধান সম্ভব।

তিনি আরও বলেন, ছিটমহল বিনিময়ে ভারত ও বাংলাদেশ সৌহার্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে  ছিটমহল বিনিময় করেছে। ছিটমহল বিনিময়ের দিন মনে হয়েছে ,একাত্তরের মতই আমাদের প্রতিবেশী দেশ আমাদের পাশে দাঁড়িয়েছে।

‘আমরা চাই দেশকে উন্নত করতে। ক্ষুধা দারিদ্রমুক্ত করতে। সেজন্য প্রতিবেশী দেশের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে।’

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভারতবাসীর অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মহান মুক্তিযুদ্ধে ভারতবাসী আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। তাদের সেই অবদান অামরা কখনোই ভুলতে পারিনা। আমাদের ১ কোটি শরণার্থীকে তারা অাশ্রয় দিয়েছিলেন। মুক্তিযুদ্ধে ভারতবাসী ও বাংলাদেশের মানুষের রক্ত এক হয়ে মিশে গেছে।’

এসময় পঁচাত্তর পরবর্তী স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শুধু আশ্রয় একাত্তরেই নেইনি। আমার বাবা যখন বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। সেসময় আমাদের পরিবারের সবাইকে হত্যা করা হয়। এরপর যারা বেঁচে ছিলো তখন তারা ভারতে আশ্রয় নেন। এর পর আমার দুইবোনও ভারতে আশ্রয় নেই। এজন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘৬ বছর পর দেশে ফিরে বাংলাদেশকে উন্নত করার চেষ্ট করেছি। বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নয়নে। আমার একটাই দায়িত্ব আমার বাবা যা চেয়েছিলেন সেই কাজ করে যাওয়া। আমার বাবা বাংলাদেশকে যে দারিদ্রমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

এবিএন/মাইকেল/জসিম/এমসি

এই বিভাগের আরো সংবাদ