আজকের শিরোনাম :

‘আবার ক্ষমতায় এলে নৌবাহিনীকে আরো আধুনিকায়ন করা হবে’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৮, ১৮:৪৩ | আপডেট : ০৫ নভেম্বর ২০১৮, ১৯:৩৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আবার ক্ষমতায় আসতে পারলে নৌবাহিনীকে আরো আধুনিক করে গড়ে তোলা হবে। আজ সোমবার ‘বানৌজা শেখ মুজিব নৌঘাঁটি’র কমিশনিংসহ নৌ বাহিনীর বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় তিনি আরো বলেন, যারা দেশের অতন্দ্র প্রহরী তাদের পরিবার কষ্টে থাকবে না। তারা সবসময় সুখে শান্তিতে বসবাস করবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘নৌবাহিনীর পরিচিতি এখন সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিস্তৃত হয়েছে। নৌবাহিনীর জাহাজ বিভিন্ন দেশে আন্তর্জাতিক মহড়ায় অংশ নিচ্ছে। কাজেই আধুনিক, দক্ষ ও সুপ্রশিক্ষিত বাহিনী গড়তে প্রশিক্ষণের বিকল্প নেই। তাই আধুনিক যন্ত্রপাতিসহ প্রশিক্ষণের জন্য নেভাল একাডেমি তৈরি করা হয়েছে। ১ লাখ ১৮ হাজার বর্গমাইলের মতো নতুন সমুদ্রসীমা যোগ হয়েছে। বিশাল সমুদ্রসীমা পাহাড়ায় নৌবাহিনীর প্রশিক্ষণের বিকল্প নেই।’

শেখ হাসিনা বলেন, ‘নৌবাহিনীর নিজস্ব স্বক্ষমতায় দেশের মাটিতে যুদ্ধ জাহাজ নির্মাণে সফলতা এনেছে। খুলনা শিপইয়ার্ডে এরই মধ্যে ৫টি পেট্টোল ক্রাফট ও দুটি লার্জ পেট্টোল ক্রাফট তৈরি করা হয়েছে। খুব শীঘ্রই বাংলাদেশ নৌবাহিনী বাইয়ার নেভি থেকে বিল্ডার নেভিতে পরিণত হবে। তখন শিপইয়ার্ডে ফ্রিগেট নির্মাণে বিপুল সংখ্যক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের তালিকায় সম্প্রতি বাংলাদেশ জায়গা করে নিয়েছে। দারিদ্র্য দূরীকরণ, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, নারীর ক্ষমতায়নসহ নানা ক্ষেত্রে আমরা অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছি। সব ধরনের আর্থ সামাজিক সুচকে আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছি। বাংলাদেশ বিশ্বে উন্নয়নের রোড মডেলে পরিণত হয়েছে। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদক নির্মূলে আমাদের সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছে। আমরাই বিশ্বে প্রথম শত বছরের ব-দ্বীপ পরিকল্পনা ২১০০ শুরু করেছি।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ