আজকের শিরোনাম :

বরগুনা জনসভায় প্রধানমন্ত্রী

নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০১৮, ১৮:৪৭ | আপডেট : ২৭ অক্টোবর ২০১৮, ১৯:১৮

নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়। তাই আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৭ অক্টোবর) বিকেলে বরগুনার তালতলী সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন তিনি।

এর আগে সভাস্থল থেকে বরগুনা হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীতকরণ, বামনা ও বেতাগী উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসহ ২১ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতিটি গ্রামকে শহরে উন্নীত করতে কাজ করছে সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের মানুষের জীবন মান উন্নয়ন হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

বলেন, স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত জোট এ দেশকে বারবার পিছিয়ে দিয়েছিলো। তারা ধ্বংসের ষড়যন্ত্র করেছিলো। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার কথা বলেন প্রধানমন্ত্রী।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ