আজকের শিরোনাম :

নির্বাচনকালে বর্তমান মন্ত্রিপরিষদ থাকলে সমস্যা কোথায় ?

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ১৭:০৭ | আপডেট : ২২ অক্টোবর ২০১৮, ১৮:৫৯

নির্বাচনকালীন সরকার নিয়ে এক প্রশ্নে প্রধানমন্ত্রী বলেন, মন্ত্রিপরিষদ ছোট হলে উন্নয়ন কাজ বাধাগ্রস্থ হতে পারে। বর্তমান মন্ত্রিপরিষদ থাকলে সমস্যা কোথায়?  সৌদি আরব সফর বিষয়ে বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় গণভবনে বিকাল ৪টায় এ সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে সৌদি সফর বিষয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন প্রধানমন্ত্রী । 

প্রধানমন্ত্রীর বক্তব্যে মন্ত্রিপরিষদ ছোট না করার ইঙ্গিত পাওয়া গেছে। আজ তাঁর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা এমন ইঙ্গিত দেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, মন্ত্রিপরিষদ ছোট করা কী জরুরি? তিনি বলেন, প্রত্যেক মন্ত্রীর হাতে অনেক কাজ রয়েছে। অনেকগুলো প্রকল্প রয়েছে প্রতিটি মন্ত্রণালয়ের মন্ত্রীর হাতে। মন্ত্রিপরিষদকে ছোট করা হলে এসব কাজ ব্যহত হয় কিনা তাও ভেবে দেখছি। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ