আজকের শিরোনাম :

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাতের কথা বলে বিএনপি ধোঁকাবাজি করছে: প্রধানমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০১৮, ২১:৪৬

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে মিথ্যা সাক্ষাতের কথা বলে বিএনপি ধোঁকাবাজি করেছে।

আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির এক সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণের ওপর আমাদের আস্থা আছে। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে।

যুক্তফ্রন্ট ও গণফোরাম বৃহত্তর জাতীয় ঐক্যের ঘোষণার প্রেক্ষাপটে শেখ হাসিনা বলেন, নতুন এ রাজনৈতিক ঐক্যকে আমি স্বাগত জানাই। কোন রাজনৈতিক দলের বাক স্বাধীনতা হরণ করেনি সরকার। কোন রাজনৈতিক দল সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইলে, তা করতে দেওয়া হবে বলেও জানান তিনি।

শেখ হাসিনা বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে স্থায়ী মঞ্চ বানিয়ে নিয়মিত সভা সমাবেশের সুযোগ পাবে বিএনপি। শান্তিপূর্ণ আন্দোলনে বিএনপিকে সুযোগ দিতে পুলিশ কমিশনারকে অনুরোধ করবেন বলেও নিশ্চয়তা দেন আওয়ামী লীগ সভাপতি।

বিগত বিএনপি সরকারের কারণে জনগণ কী পেয়েছিল আর কি হারিয়েছিল তার পাশাপাশি আওয়ামী লীগের ধারাবাহিকতা দেশকে কী দিয়েছে তা মূল্যায়ণে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

২০০১ এ সহিংস চক্রান্তে নির্বাচনে আওয়ামী লীগের হারের পর বিএনপির আমল ভুলে না যাওয়ার তাগিদ দেন শেখ হাসিনা

এ বিষয়ে তিনি বলেন, ‘ভাওতাবাজি করে দেশের মর্যাদাহানি ছাড়া তাদের আর প্রাপ্তি নেই।’

জাতিসংঘে বিএনপি নেতাদের আলোচনার উদ্যোগ, নিজ পরিবার ও দেশের বিরুদ্ধে ড. ইউনুসের মার্কিন তৎপরতা ও বিএনপির অপপ্রচারের দেশি-বিদেশি মাত্রার সমালোচনাও করেন তিনি।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ