আজকের শিরোনাম :

পারস্পরিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০১৮, ২০:০৪ | আপডেট : ৩০ আগস্ট ২০১৮, ২০:১৫

আঞ্চলিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারে বিমসটেক-এর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেপালের কাঠমান্ডুতে স্থানীয় সময় আজ বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে বিমসটেক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি এ কথা বলেন।  

বিদ্যুৎ সঞ্চালন গ্রিডের মাধ্যমে জোটভুক্ত দেশগুলোকে যুক্ত করার উদ্যোগ নেয়ারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। এর আগে, স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার পর কাঠমান্ডুর সোয়াল্টি ক্রাউন হোটেলে জোটভুক্ত ৭ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা ফোরামের ৪র্থ শীর্ষ সম্মেলনে যোগ দেন। এতে অন্যান্য সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। নেপালের প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলির বক্তব্যের মধ্যে দিয়ে সম্মেলনের উদ্বোধনী আয়োজন শুরু হয়। 

এতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বিমসটেককে আরো কার্যকর করতে তিনটি সুনির্দিশষ্ট প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, ‘বাণিজ্য অঞ্চল সৃষ্টি, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা বৃদ্ধি এবং সদস্য দেশগুলোর নাগরিকদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করতে হবে।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ