আজকের শিরোনাম :

বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে : পলক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২০, ১৬:৫৫

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার সব সময় অসহায় মানুষের পাশে আছে। আমাদের লক্ষ্য মানুষের দূর্দশা লাঘব করে তাদের কল্যাণে কাজ করা।

আজ বৃহস্পতিবার জেলার সিংড়া উপজেলার শেরকোল শিববাড়ি এলাকায় বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সম্প্রতি নাটোরের সিংড়া উপজেলায় আত্রাই নদী বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলার শেরকোল, তাজপুর, কলম, চামারী, ইটালী, ছাতারদিঘী, ডাহিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে বন্যা দেখা দিয়েছে।

শাহবাজপুর-তাজপুর-তেমুখ নওগাঁ সড়ক বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হয়ে শেরকোল ও তাজপুর ইউনিয়ন বিছিন্ন হয়ে যাওয়া এলাকার বাধ পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন বানু ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ আবু রায়হান।

পলক বলেন, দেশের শস্য ভান্ডার খ্যাত চলনবিলের কৃষকদের কল্যাণ চিন্তা মাথায় রেখে সরকার সাড়ে ছয়শ’ কোটি টাকা ব্যয়ে চলনবিল উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। কৃষি মন্ত্রণালয়ের প্রকল্পের মাধ্যমে কৃষির যান্ত্রিকীকরণ, পানি নিষ্কাশন, সেচ ব্যবস্থার উন্নয়নসহ সিংড়া উপজেলাসহ আট উপজেলার কৃষকরা উপকৃত হবেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ