আজকের শিরোনাম :

ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা স্থিতিশীল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২০, ২০:৫৮

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি কৃত্রিম অক্সিজেন ছাড়াই চলছেন। আজ বুধবার গণস্বাস্থ্য কেন্দ্র থেকে এ তথ্য জানানো হয়।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে বলা হয়, জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা স্থিতিশীল। তার নিউমোনিয়ার অবস্থা আর অবনতি হয়নি। তিনি কৃত্রিম অক্সিজেন ছাড়াই চলছেন। তাঁর গলার ব্যথা কিছুটা উন্নতি হয়েছে।

গতকাল মঙ্গলবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর নিউমোনিয়া বেড়ে যায় এবং তাকে নতুন করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়।

গত ২৫ মে জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন এবং ২৯ মে থেকে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট এবং পিসিআর উভয় পরীক্ষাতেই তিনি এখন করোনামুক্ত।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ