আজকের শিরোনাম :

প্রণোদনা নিয়ে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা মানবতাবিরোধী: রিজভী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০২০, ১৭:৫৪

সরকারের প্রণোদনা নিয়ে পোশাক মালিকদের শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা ‘অমানবিক ও মানবতাবিরোধী’ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘পোশাক শিল্প মালিক সংগঠন বিজেএমইএর সভাপতি জুন মাস থেকে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। ফলে পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রণোদনার পাঁচ হাজার কোটি টাকা নেয়ার পর এই ঘোষণা কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

তিনি বলেন, ‘শ্রমিকদের জীবন-জীবিকাকে আমলে না নিয়ে ছাঁটাইয়ের কথা বলা চরম অমানবিক ও মানবতাবিরোধী। তাদের এই ঘোষণায় অন্যকোনও দুরভিসন্ধি থাকতে পারে।’

বিএনপি মুখপাত্র বলেন, ‘আপতকালীন ৫ হাজার কোটি টাকার প্রণোদনার বাইরে পোশাক কারখানার মালিকদের নগদ সহায়তা দেয় সরকার। এতো সুবিধা পাওয়ার পরও এই চরম দুঃসময়ে তারা হঠাৎ করেই শ্রমিক ছাঁটাইয়ের এই ঘোষণা দিয়ে তারা অমানবিক কাজ করেছেন।’

তিনি বলেন, ‘পোশাক কারাখানায় শ্রমিক ছাঁটাই অব্যাহত আছে। লকডাউনে শুরুর পর থেকে প্রায় ৭০ হাজার শ্রমিক ছাঁটাই করা হয়েছে। তাদের রুজি রোজগার বন্ধ হওয়ায় পরিবার নিয়ে মানবেতন জীবন যাপন করছে। এই সময়ে শুধু ব্যবসার কথা চিন্তা করে ছাটাই অন্যায্য।’

রিজভী বলেন, ‘মহাদুযোর্গপূর্ণ মুহূর্তেও সরকারের দুর্নীতিবাজরা দুর্নীতির চিন্তায় মগ্ন। পত্র-পত্রিকার সংবাদ এসেছে- ৫০০ থেকে ১০০০ হাজার টাকা মূল্যের প্রতিটি গগলসের মূল্য ধরা হয়েছে ৫ হাজার টাকায়। প্রতিটি পিপিইর বাজারমূল্য হচ্ছে ১ হাজার থেকে ২ হাজার টাকা যা প্রকল্পে ধরা হয়েছে ৪ হাজার ৭শ টাকা।’

এ সময় তিনি বলেন, ‘সম্প্রতি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এই সম্পর্কে মনগড়া অসত্য তথ্য প্রকাশিত হচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।’

বিএনপি মুখপাত্র বলেন, ‘পরিবেশিত তথ্যগুলো মিথ্যা ও বানোয়াট এবং বিভ্রান্তিমূলক। কিছু ব্যক্তি বা গোষ্ঠি হীন স্বার্থ চরিতার্থ করতে এই মনগড়া মিথ্যা তথ্য ছড়াচ্ছে।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ