আজকের শিরোনাম :

ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২০, ১৭:২০

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। সকাল থেকে তাকে অক্সিজেন নিতে হয়নি।  এ ছাড়া তাকে প্লাজমা দেওয়া হয়েছে। শনিবার সকালে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ এসব তথ্য জানান। 

জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে ইনফেকশন আছে, নিউমোনিয়ার লক্ষণ আছে, কিডনির সমস্যাও রয়েছে।  এক দিন পরপর তাঁকে ডায়ালাইসিস করাতে হয়। গণস্বাস্থ্য কেন্দ্র-উদ্ভাবিত করোনা শনাক্তে র‌্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষা করিয়ে ২৫শে মে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

এছাড়া বিএসএমএমইউ-এর পরীক্ষা থেকেও ২৮শে মে তাঁর করোনা পজিটিভ আসে। ৭৯ বছর বয়স্ক এই চিকিৎসক মুক্তিযোদ্ধা ২৯শে মে থেকে গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার স্ত্রী এবং ছেলেও করোনাভাইরাস আক্রন্ত।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ