আজকের শিরোনাম :

হঠাৎ স্ট্রোক নাসিমের, অবস্থা সংকটাপন্ন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০২০, ১১:৪২ | আপডেট : ০৫ জুন ২০২০, ১২:৩৮

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। আজ ভোরে তিনি স্ট্রোক করেছেন।

এ তথ্য জানিয়েছেন তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়।

জয় বলেন, সব ঠিক হয়ে গিয়েছিল, আব্বুর অবস্থা ভালোর দিকে ছিল। আজ সকালে হঠাৎ করে ব্রেইন স্ট্রোক করেছে, এখন অপারেশন চলছে।

বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন জয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিমকে শুক্রবার সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়ার কথা থাকলেও অবস্থার অবনতি হওয়ায় তা সম্ভব হয়নি বলে জানান আওয়ামী লীগের এক নেতা।

বর্তমানে মোহাম্মদ নাসিম নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের তত্ত্বাবধানে আছেন। তার অস্ত্রোপচার চলছে।

এর আগে, ১ জুন শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে করোনা পজেটিভ আসলে সতর্কতার জন্য তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার উন্নতির মধ্যেই হঠাৎ স্ট্রোক করেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ