আজকের শিরোনাম :

ভয়কে জয় করতে হবে ঘরে থেকে : নাসিম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২০, ১৮:০২

মোহাম্মদ নাসিম বলেছেন, ভয়কে জয় করতে হবে মানুষিক দৃঢ়তা দিয়ে এটাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা। আর করোনা ভয়কে জয় করতে হবে ঘরে থেকে।

রোববার কাজিপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গণে মনসুর আলী কল্যান ট্রাস্ট কর্তৃক আয়োজিত ত্রাণ সামগ্রী বিতরণ কালে নাসিম বলেন, স্কুল কলেজ, রাস্তা ঘাট, বিদ্যুৎ, যমুনা নদীর তীর সংরক্ষণসহ সকল ক্ষেত্রে উন্নয়ন করা হয়েছে কাজিপুরের মানুষের জন্য, উন্নয়নের সুবিধা ভোগ করতে হলে করোনা দুর্যোগে ঘরে থাকুন।

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেয়া হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে ত্রাণ রয়েছে, একটি দানাও যেনো আত্মসাত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রয়েছে। কাজিপুরে কৃষকের ধান কাটতে প্রয়োজনে ছাত্রলীগ, যূবলীগ সাহায্য করবে। ২শ মাদ্রাসা শিক্ষকদের মাঝে ত্রাণ বিতরণ শেষে উপজেলা পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যানের সুষ্ঠু ত্রাণ বিতরণের লক্ষ্যে নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন, আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ