আজকের শিরোনাম :

তৃতীয় দিনের মত ধান কাটলো ছাত্রলীগ, যুবলীগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০, ১৭:০৭

নাটোরের সিংড়ায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌসের নেতৃত্বে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিক লীগের ৩০ জন স্বেচ্ছাসেবক উপজেলার উত্তর দমদমা মহল্লার প্রান্তিক কৃষক সুলতানের তিনবিঘা জমির ধান কেটে দিয়েছেন।

গরীব, হতদরিদ্র ও বর্গা চাষিদের পাকা ধান কেটে দিতে সাহায্য করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

এ সময় পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস জানান, সুলতান একজন রিক্সা শ্রমিক। সে শ্রমিক পাচ্ছে না শুনে আজ আমরা তাঁর তিন বিঘা জমির ধান কেটে দিয়েছি। তাঁর লিজ নেয়া জমি। তিনি আরো বলেন, চলনবিলে শ্রমিক সংকট কাটাতে এবং প্রান্তিক কৃষকদের জন্য আমরা স্বেচ্ছাশ্রমে কাজ করে যাবো।

ধান কাটায় অংশ নেয়, পৌর যুবলীগ সভাপতি সোহেল তালুকদার, ভিপি সজিব ইসলাম জুয়েল, শ্রমিক লীগ নেতা আশরাফুল ইসলাম স্বপন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক হাসান ইমাম, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক আনিসুর রহমান লিখন, গোলই আফরোজ সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, কাউন্সিলর মিজানুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি বনি ইসরাইল বাপ্পী, সাধারন সম্পাদক জুনাইদ হাসান জয় প্রমূখ।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ