আজকের শিরোনাম :

করোনামুক্ত বাংলাদেশে আবারও উৎসবের আনন্দে মিলিত হব : আইনমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২০, ২১:০৪

আইনমন্ত্রী আনিসুল হক বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও করোনামুক্ত বাংলাদেশে উৎসবের আনন্দে মিলিত হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন।

তিনি বলেন, বাঙালির সর্বজনীন উৎসব বাংলা নববর্ষ। প্রতি বছর অত্যন্ত আনন্দঘন পরিবেশে ধর্মবর্ণ নির্বিশেষে নানান ঐতিহ্য পালনের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপন করে থাকে বাঙালি জাতি।
আজ এক বার্তায় আইনমন্ত্রী বলেন, করোনা ভাইরাসে সংক্রমণ এড়াতে এ বছর ঘরে থেকেই পহেলা বৈশাখ উদযাপন করা হচ্ছে। সরকার জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে। এটি বাঙালি জাতির জন্য নতুন এক অভিজ্ঞতা।

মন্ত্রী বলেন, এ নতুন অভিজ্ঞতা নিয়েই অতীতের সকল গ্লানি ধুয়ে-মুছে সামনে দৃপ্ত পায়ে আমাদের এগিয়ে যেতে হবে। নতুন বছরে কোভিড-১৯ করোনাভাইরাসকে প্রতিরোধ ও নিরাময় করে শীঘ্রই করোনামুক্ত বাংলাদেশে সবাই আবারও উৎসবের আনন্দে মিলিত হবো।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ