আজকের শিরোনাম :

খালেদা জিয়ার মুক্তিকে স্বাগত জানালো ইইউ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২০, ১৭:৩৭

দুই বছরের বেশি সময় কারাভোগের পর অবশেষে গত ২৫শে মার্চ মুক্তি পান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর তাঁর এই মুক্তিকে স্বাগত জানিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। শুক্রবার, ইইউর মুখপাত্র এক বিবৃতিতে খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে প্রতিক্রিয়া জানান। 

বিবৃতিতে বলা হয়, ইইউ এর মানবাধিকারবিষয়ক বিশেষ প্রতিনিধি অ্যামন গিলমোর অব্যাহতভাবে খালেদা জিয়ার মুক্তির জন্য আহ্বান জানিয়ে আসছিলেন।

এতে আরও বলা হয়, 'ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার এবং বিচার বিভাগের স্বাধীনতাকে সমর্থন করে আসছে। ইউরোপীয় ইউনিয়ন করোনাভাইরাস সংক্রমণের চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত।'

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ