আজকের শিরোনাম :

খালেদার মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ‘পরিবারের আবেদন’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২০, ২০:০১

দুর্নীতির দুই মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদার জিয়ার সাময়িক মুক্তি চেয়ে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানা গেছে। বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন খালেদাকে দেখে এসে গত শনিবার বোন সেলিনা ইসলামের শঙ্কা প্রকাশের পরদিনই এই আবেদনের বিষয়টি জানা গেল।

জানতে চাইলে রবিবার (৮ মার্চ) বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. শহিদুজ্জামান বলেন, ‘খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে মুক্তি চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর আবেদন করা হয়েছে। কয়েকদিন আগে আমরা মন্ত্রীর কাছ থেকে সেই চিঠি পেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি।’

তিনি জানান, চিঠিতে বলা হয়েছে, খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে যেতে চান।

এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে চিঠি দেওয়া হয়েছে, তার একটি কপি আমি পেয়েছি। এখন এটা নিয়ে সিদ্ধান্ত নিতে হলে আমাকে আইনি বিষয়গুলো দেখতে হবে। আর আইনে যেটা বলে, সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনি মতামত দেবে আইন ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। সুতরাং আমার কাছে চিঠি পাঠানো হয়েছে, আমি এখন দেখবো।’

খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দরের কাছে জানতে চাইলে এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।তিনি। তিনি বলেন, ‘আমি তো কোনও মন্তব্য করবো না।’

তবে খালেদার পরিবার এমন কোনো আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে করেছে কিনা সেটি জানা নেই দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গাজীপুর জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ফখরুল বলেন, ‘এটা আমি ঠিক বলতে পারব না। পরিবারের পক্ষ থেকে করা হলেও হতে পারে। আবেদনে কী আছে আমার জানা নেই।’

পরিবারের পক্ষ থেকে করা আবেদনটি বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানাবেন কিনা- এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘এটা তো তার পরিবার জানিয়েছে। দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা সেই সিদ্ধান্ত নেইনি।’

অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা বহুবার বলেছি, প্যারোল সম্পূর্ণভাবে তার (খালেদা জিয়া) ব্যক্তিগত ব্যাপার, ম্যাডামের ব্যক্তিগত ব্যাপার, তার পরিবারের ব্যাপার। সেই ক্ষেত্রে আমরা এখন কিছু বলছি না।’

দুর্নীতির দুই মামলায় দণ্ডিত ৭৬ বছর বয়সী বিএনপিনেত্রী খালেদা জিয়া দুইবছর ধরে কারাবন্দী। এর মধ্যে এক বছর ধরেই তিনি বঙ্গবন্ধু মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়ে তার মুক্তি দাবি করে আসছে বিএনপি।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ