আজকের শিরোনাম :

ভারতের সহিংসতা আঞ্চলিক শান্তি নষ্ট করবে: ফখরুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৫৮

ভারতের  সাম্প্রতিক ঘটনা আঞ্চলিক শান্তি, সৌহার্দ্য ও সহযোগিতার জন্য অন্তরায় হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে, কক্সবাজারের রামুতে বৌদ্ধ ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেরর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি বলেন, ভারতে যে দাঙ্গা হয়েছে তা কারোই কাম্য নয়, বিশেষ করে এই ঘটনা আঞ্চলিক শান্তি, সৌহার্দ্য ও সহযোগিতার জন্য তা বাধা হয়ে দাঁড়াবে।আমরা আশা করি ভারত তার দেশের জনগণের কথা চিন্তা করে এনআরসি সমস্যা সমাধান করবে।

এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না হওয়ার ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সরকার খালেদা জিয়ার সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করছে। বারবার খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ আদেশের মধ্য দিয়ে সরকারের সেই হিংস্রাশ্রয়ী নীতিরই বহিঃপ্রকাশ ঘটল।'

তিনি আরও বলেন, ‘বৃহস্পতিবারও সরকারের ইচ্ছায় খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করা হয়েছে। বিনাচিকিৎসায় বেগম জিয়ার অবস্থা শোচনীয় পর্যায়ে নেয়ার চক্রান্ত চলছে। সরকার এ জন্য আদালতকে ব্যবহার করছে।’ 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ