আজকের শিরোনাম :

বিএনপি আসুক না আসুক নির্বাচন হবেই: অর্থমন্ত্রী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০১৮, ১৯:৩৭

দিনাজপুর, ০৫ জুলাই, এবিনিউজ: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিএনপি আসুক না আসুক সমস্যা নেই।  নির্বাচন হবেই। সুষ্ঠু নির্বাচন হবে। আজ বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের পার্বতীপুরের নুরুল হুদা উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধনকালে অর্থমন্ত্রী একথা বলেন। 

অর্থমন্ত্রী আরও বলেন, ২০০৮ সাল থেকেই সুষ্ঠুভাবে নির্বাচন হচ্ছে।  এর মধ্যে হাজার হাজার নির্বাচন হয়েছে। লাখ লাখ নির্বাচন হয়েছে। সবগুলোই সুষ্ঠু হয়েছে। আমরা ৬ বছর ধরে নির্বাচনী সংস্কার চালিয়েছে।  আওয়ামী লীগ এটা করেছে, বিএনপির এটা ছিল না।  এই নির্বাচনের যে নিয়ম-কানুন করা হয়েছে। এটা রোধ করা সম্ভব নয়। 

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি, সাবেক সচিব এবং শিক্ষা অনির্বাণ বাংলাদেশের চেয়ারম্যান লুৎফুল্লাহিল মজিদ।  প্রধান অতিথি অর্থমন্ত্রী আরও বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। শিক্ষা ছাড়া কোন দেশের উন্নয়ন সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ শিক্ষাগ্রহণ করবে না, ততোক্ষণ পর্যন্ত সে আশরাফুল মাখলুকাতের অন্তর্ভুক্ত হবে না। 

নুরুল হুদা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল আনামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নুরুল হুদা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম।  এছাড়াও জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আব্দুস ছবুর, পুলিশ সুপার হামিদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার রেহানুল হকসহ শিক্ষা বোর্ডের সচিব, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্র্মতাসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ