আজকের শিরোনাম :

‘খালেদাকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় সরকার’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০১৮, ১৮:২৯

ঢাকা, ০৫ জুলাই, এবিনিউজ: সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতে চায় বলে আবারও অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।  

আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কার্যালয়ে তিনি এ কথা বলেন। বেগম জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আজকের প্রতিবাদ সমাবেশ পিছিয়ে আগামী ৭ জুলাই ধার্য করা হয়েছে বলেও জানান তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজও দুই মামলায় জামিন দেওয়া হয়নি। শেখ হাসিনার নির্দেশে সাজানো মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি রাখার পর তার সব জামিনযোগ্য মিথ্যা মামলায় বাধা দিচ্ছে সরকার।’ 

তিনি আরো বলেন, ‘আইন, আদালত, বিচার প্রশাসনসহ সব কিছু আয়ত্তে নিয়ে আওয়ামী লীগ দম্ভে ও গর্বে আত্মস্ফীত হয়ে উঠেছে। তারা ন্যায় বিচারকে বিলীন করে দিয়েছে। বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে নতুন নতুন নীল নকশা করছে আঁকছে সরকার। অশুভ পরিকল্পনাকে বাস্তবায়নে সরকার আদালতকে ব্যবহার করছে।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ