আজকের শিরোনাম :

আওয়ামী লীগের মনোনয়ন ফরম নিলেন যারা

  চ্যানেল আই

১৪ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৩ | অনলাইন সংস্করণ

 

ঢাকা-১০ সংসদীয় আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণের শেষ দিনে সর্বমোট মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১০ জন। শুরুর দিকে ফরম সংগ্রহে ভাটা থাকলেও দিন যত গড়িয়েছে আলোচনায় এসেছে উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন কে কে?

শেষ পর্যন্ত হেভিওয়েট এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, বৃহত্তর ধানমণ্ডি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি শফিউল আলম মহিউদ্দিন।

শুক্রবার বিকেলে মনোনয়ন ফরম সংগ্রহের পর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বসে তা পূরণ করে জমা দেন সাঈদ খোকন। তার সঙ্গে সাংবাদিকরা কথা বলার চেষ্টা করলে তিনি এড়িয়ে যান।

এরপর বিকেলে মনোনয়ন ফরম জমা দেন বৃহত্তর ধানমণ্ডি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ২০০৮ সালে ঢাকা-১০ সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া কাজী মোর্শেদ হোসেন কামাল। অবশ্য পরে তিনি ব্যারিস্টার ফজলে নূর তাপসের জন্য তার মনোনয়ন ফরম প্রত্যাহার করে নেন।

আর বৃহস্পতিবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি শফিউল আলম মহিউদ্দিন।

এ আসনে নৌকা প্রতীক চেয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন: মেজর ইয়াদ আলী ফকির, মো: শফিউল ইসলাম মহিউদ্দিন, অ্যাডভোকেট ড. বশির আহমেদ, আদম তমিজী হক, ড. আব্দুল ওয়াদুদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, মো: কুদ্দুসুর রহমান, এ এস এম কামরুল আহসান, কাজী মোর্শেদ হোসেন কামাল এবং মোঃ সাঈদ খোকন।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এরপর এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন।

ঢাকা-১০ সংসদীয় আসনে আগামী ২১ মার্চ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯ ফেব্রুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময়, ২৩ ফেব্রুয়ারি মনোনয়নপত্র বাছাই, ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি আপিল, আপিল নিষ্পত্তি ২৮ ফেব্রুয়ারি। ২৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহার। প্রতীক বরাদ্দ ১ মার্চ।

বাগেরহাট-৪ সংসদীয় আসনে উপ-নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ১১জন। তারা হলেন: মিজানুর রহমান জনি, বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুর রহিম খান, আমিরুল আলম মিলন, প্রবীর রঞ্জন হালদার, নকিব নাজিব, ইসমত আরা শিরিন চৌধুরী, মোশারফ হোসেন, এস এম রাজু, মো: জামিল হোসাইন, বদিউজ্জামন সোহাগ এবং এস এম মনিরুল ইসলাম।

যশোর-৬ আসনে উপনির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ১৩ জন। এরা হলেন: শেখ আব্দুর রফিক, শাহীন চাকলাদার, মো: আব্দুল মান্নান, এইচ এম আমির হোসেন, ওয়াহিদ সাদিক, নওরিন সাদিক, তাপস কুমার দাস, হোসাইন মোহাম্মদ ইসলাম, শ্যামল সরকার, শেখ আব্দুল ওহাব, মো. কামরুজ্জামান, তানভীর আহম্মেদ বিপু, জয়দেব নন্দী।

গাইবান্ধা-৩ আসনে উপনির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ২৫ জন। এরা হলেন: উম্মে কুলসুম স্মৃতি, শাহ মো: ইয়াকুব উল আজাদ, মো. মাহমুদুল হক,  এ কে এম মোকছুদ চৌধুরী, মো. মফিজুল হক সরকার, মো.ফজলুল করিম, মো. ওমর ফারুখ, মো. আজিজার রহমান খান বিএসসি, গোপাল চন্দ্র বর্মন, মোছাঃ রেহেনা বেগম, তামান্না শারমিন, তোফাজ্জল হোসেন, এম এস রহমান, আবু বক্কার প্রধান, শাহারিয়া খান, জরিদুল হক, আমিনুল ইসলাম, মো. সাদ্দাম হোসেন, মাজেদার রহমান দুলু, নুরুল ইসলাম প্রধান, দিলারা খন্দকার, শাহাদত রাজা, মতিয়ার রহমান এবং মোঃ সাঈদ রেজা।

বগুড়া-১ আসনে উপ-নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ১৯ জন। এরা হলেন: মোজাহিদুল ইসলাম বিল্পব, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান শেখ, ড.সিদ্দিকুর রহমান, ডা. মো: মকবুলুর রহমান, সাহাদারা মান্নান, রেজাউল করিম মন্টু, আব্দুর রাজ্জাক,এস এম খাবীরুজ্জামান, মো:জাকির হোসেন, মো:ছালের উদ্দিন, আবুল কালাম আজাদ, রেজাউল করিম মন্টু (উপজেলা সদস্য),অ্যাড. মোনতাজুর রহমান মন্টু, শাহজাহান আলী, আলমগীর শাহী (পৌর মেয়র), মোঃ আছালত জামান, আনছার আলী, অ্যাড. ফজলুল হক সবুজ।

অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ২০ জন। এরা হলেন: রেজাউল করিম চৌধুরী, খোরশেদ আলম, মুজিবর রহমান, নুরুল ইসলাম বিএসসি, আ জ ম নাছির, আলতাফ হোসেন চৌধুরী, আব্দুস সালাম, মেজর (অব.) ইমদাদুল ইসলাম, আলতাফ হোসেন চৌধুরী, মোঃ ইনসান আলী, মোহাম্মাদ ইউনুস, মো. হেলাল উদ্দিন চৌধুরী, সেলিনা খান, মো: মঞ্জুরুল আলম (সাবেক মেয়র), রেখা আলম, এ কে এম বেলায়েত হোসেন, মোঃ মাহাবুবুল আলম, এরশাদুল আমিন, মোঃ মনোয়ার হোসন এবং দীপক কুমার পালিত।

এছাড়া মোট ৪১টি ওয়ার্ড এবং ১৪টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোট ৪০২ জন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ