আজকের শিরোনাম :

জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছে নেই : ওবায়দুল কাদের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২০, ১৮:০৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জোর জবরদস্তি করে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছে আওয়ামী লীগের নেই।’

আজ রবিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মোটর শ্রমিকলীগের সম্মেলনে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘এত কাজ করার পর জনগণ যদি ভোট না দেয়, জবরদস্তি করে জনসমর্থন আদায় করে ক্ষমতায় থাকার ইচ্ছে আমার নেই। নেত্রী (আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা) পরিষ্কার এ কথা বলে দিয়েছেন।’

মন্ত্রী আরো বলেন, ‘নির্বাচন কমিশন একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন করবে, নিরপেক্ষ নির্বাচন করবে এখানে সরকারের কোনো এজেন্সি কোনো প্রকার বাড়াবাড়ি যেন না করে। কোনো প্রকার হস্তক্ষেপ যাতে না হয়, এ ব্যাপারে প্রধানমন্ত্রী পরিষ্কার বার্তা দিয়েছেন।’

ওবায়দুল কাদের বলেন, ‘সিটি নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী কয়েকদিন আগে বিদেশে যাওয়ার সময় সরকারের সব সংস্থার প্রধানদের বলেছেন এই নির্বাচনে তিনি কোনো ধরনের হস্তক্ষেপ, কোনো ধরনের বাড়াবাড়ি চান না। কোনো এজেন্সি কোনো প্রকার হস্তক্ষেপ যেন না করে। সেই ব্যাপারে ক্লিয়ার মেসেজ দিয়েছেন। কাজেই এখানে সংশয়ের কোনো কারণ নেই। শেখ হাসিনা বলেছেন নির্বাচনে জনগণ যা চায় তাই হবে। এত কাজ করে জনগণ যদি ভোট না দেয় তবে জোরাজোরি, জবরদস্তি করে জনসমর্থন আদায় করে ক্ষমতায় থাকার কোনো ইচ্ছে আমার নেই।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘গাড়িচালকদের কাছে আমি মনের কষ্টের কথা বলছি। প্রতিদিন আমি এখন দুঃখ নিয়ে ঘর থেকে বের হই। পত্রিকার পাতায় দুর্ঘটনার খবর দেখে বের হই। একটি পরিবারের সবাই একসাথে চির জীবনের জন্য প্রাণের প্রদীপ নিভে যায়, কত পরিবারে পঙ্গু হয়ে যাচ্ছে, সদ্য বিবাহিত স্বামী স্ত্রী লাশ হয়ে যাচ্ছে। বাবা মা মারা যাচ্ছে, এসব খবর আমাকে খুব কষ্ট দেয়। সড়ক মন্ত্রী হিসেবে দুর্ঘটনার দায় আমি এড়াতে পারি না। গাড়ি চালাতে গিয়ে বেপরোয়া হবেন না। বেপরোয়া হলে দুর্ঘটনা অনিবার্য।
 

এবিএন/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ