ভোটাররা এবার ভয় পাচ্ছে না : ইশরাক

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২০, ১৪:২৮

ঢাকা সিটি নির্বাচনে ধানের শীষের গণজোয়ার দেখে ভোটাররা ভরসা পাচ্ছেন, তারা এবার ভোটকেন্দ্রে যাবেন বলে মনে করছেন ঢাকা দক্ষিণের বিএনপির মেয়র পদপ্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন।

শনিবার (২৫ জানুয়ারি) রাজধানীর গোপীবাগে নির্বাচনি গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

ইশরাক হোসেন বলেন, ভোটাররা এবার ভোটকেন্দ্রে যাবেন, ভোট দেবেন বলে মনস্থির করেছেন। তারা এবার ভয় পাচ্ছে না।

প্রতিপক্ষ প্রার্থীর কাছে অনুরোধ জানিয়ে বিএনপির এই মেয়রপ্রার্থী বলেন, নির্বাচনে তিনি যেন প্রভাববিস্তার না করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ইশরাক বলেন, কোন প্রার্থী কোন পরিবারের তার প্রভাব পড়বে না নির্বাচনে। দেশটা কারও পারিবারিক সম্পত্তি না। ধানের শীষের শক্তি জনগণ। জনগণই এবার ভোটকেন্দ্র উপস্থিত থাকবে। বিএনপির পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ