আজকের শিরোনাম :

আইসিজের রায়ে রোহিঙ্গা সমস্যার সমাধান নেই: নাসিম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ২১:১৭

আন্তর্জাতিক বিচারিক আদালতের (আইসিজে) আদেশে রোহিঙ্গা সমস্যা নিয়ে সুস্পষ্ট কোনো সমাধান দেওয়া হয়নি। আদালতের রায়ে অন্তর্র্বতীকালীন যে চারটি ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে, তার মধ্যে রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের বিরুদ্ধে কোনো পদক্ষেপের কথা বলা হয়নি। 

শুক্রবার সিরাজগঞ্জে এসব মন্তব্য করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। 

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের ফেরত নেওয়ারও কোনো নির্দেশনা আদালতের আদেশে নেই। তার পরও এ বিচারকে দৃষ্টান্তমূলক বলে অভিহিত করেন তিনি। রোহিঙ্গা নির্যাতনের ঘটনা অতিরঞ্জিত বলে মিয়ানমারের নেত্রী অং সান সু চি যে বক্তব্য দিয়েছেন, তা নিন্দনীয় বলেও মন্তব্য করেছেন নাসিম।

এর আগে সিরাজগঞ্জের মুলিবাড়িতে জাতীয় নেতা শহীদ এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন মোহাম্মদ নাসিম। এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তার সঙ্গে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আবদুর রউফ পান্না, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দানিউল হক মোল্লা দানীসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ