ঋণ শোধের প্রতিশ্রুতি তাপসের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২০, ০১:২২

নির্বাচিত হলে ২৪ ঘণ্টা সেবা দিয়ে ঋণ শোধের প্রতিশ্রুতি দিলেন ঢাকা দক্ষিণের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী ব্যারিস্টার ফজলে নূর তাপস। তিনি বলেন, বড় পরিসরে সেবা করার জন্য আমি মেয়র পদে দাঁড়িয়েছি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে মুগদা সিএনজি স্টেশন এলাকায় নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, মেয়র নির্বাচিত হলে আপনাদের সঙ্গে নিয়ে প্রতিটি এলাকার উন্নয়ন করে আমার ঋণ আমি শোধ করব। সাধারণ মানুষের জন্য নগর ভবন ২৪ ঘণ্টাই খোলা থাকবে। সবার জন্যই নগর ভবনের দ্বার খোলা থাকবে। নগর ভবন শুধু মেয়র, মন্ত্রী-এমপিদের জন্য নয়।

তিনি বলেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা কৌশল অবলম্বন করছে বিএনপি। তারা নাকি নির্বাচনকে খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের কৌশল হিসেবে নিয়েছেন।

এ পথসভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি, মুগদা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন কামাল, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওয়ালিউল্লাহ জুম্মন, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া রাজা প্রমুখ উপস্থিত ছিলেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ