আজকের শিরোনাম :

বুয়েটে অবরুদ্ধ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৯, ১৯:৫১

শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় সহপাঠিদের আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস। পুরো ক্যাম্পাস ঘিরে রেখেছে পুলিশ।

এদিকে ঘটনার পুরো সিসিটিভি ফুটেজ দেখতে শের-ই-বাংলা হলের সহকারি প্রোভেস্ট আব্দুল্লাদ আদনানের কক্ষ অবরোধ করে রেখেছে শিক্ষার্থীরা। ওই কক্ষে আটকা পড়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। অবরুদ্ধ হওয়া পুলিশ কর্মকর্তারা হলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অপারেশন) কৃষ্ণপদ রায়, গোয়েন্দা প্রধান আব্দুল বাতেন।

অতিরিক্ত পুলিশ কমিশনার গোয়েন্দা প্রধান আব্দুল বাতেন জানান, আর কত, ধৈর্য ধারণ করতে পারছিনা। তারা এখন অবিবেচকের মতো কাজ করছে। আমাদেরকে জিম্মি রেখে, আইন অমান্য করছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, শিক্ষার্থীরা সব বোঝেন, কিন্ত তাল গাছটা আমার। এসময় কক্ষের ভেতর থেকে পুলিশ কর্মকর্তাদের বলতে শোনায় যায়, প্লিজ, তোমরা আমাদের জিম্মি করো না।

সোমবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদ মুজাহিদের রহস্যজনক মৃত্যু হয়। তিনি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। আবরারকে হলের সিড়িতে পড়ে থাকতে দেখা যায়। সকালে কয়েকজন সহপাঠী অচেতন অবস্থায় আবরারকে হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ