আজকের শিরোনাম :

গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে জনগণের অধিকারও প্রতিষ্ঠিত হবে না: নজরুল ইসলাম খান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৭:৪৮

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘ঢাকা শহরকে যারা ক্যাসিনোর শহর বানিয়েছে তাদেরকে আওয়ামী লীগ পৃষ্ঠপোষকতা করেছেন। আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা ছাড়া তারা এগুলো করতে পারতো না।’

তিনি বলেন, ‘এই সংকট থেকে মুক্তির জন্য সরকার পরিবর্তন দরকার। সরকার পরিবর্তন ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে জনগণের অধিকারও প্রতিষ্ঠিত হবে না। সেজন্য সবার আগে গণতন্ত্রের জননী দেশনেত্রী বেগম জিয়ার মুক্তি দরকার।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ক্যাসিনো বাণিজ্যের টাকার ভাগ দেয়া নিয়ে আওয়ামী লীগ নেতাদের অভিযোগের তীব্র সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী লীগ নেতারা ক্যাসিনোর টাকা যদি তারেক রহমানকে পাঠাতোই তাহলে সরকার তখন কী করতো? সরকার কি বসে বসে আঙুল চুষে?’

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যারা ক্যাসিনোর সাথে জড়িত তাদের সবাইকে ধরুন। বাংলাদেশ থেকে ক্যাসিনোর ক্যালচার দূর করুন। লুটপাটের সঙ্গে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসুন। কিন্তু আপনারা এটা করতে পারবেন না। কারণ এই অনাচার যত বাড়তে থাকবে তত আপনাদের নেতারা লাভবান হবেন।’

মানববন্ধনে ‌বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. আব্দ‌ুল মঈন খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, কার্যকরী সভাপতি সালাহ উদ্দিন সরকার, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম রাজা ও শ্রমিক নেতা গাজী বুরহান প্রমুখ উপ‌স্থি‌তি ছি‌লেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ