আজকের শিরোনাম :

ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র মুক্তির আন্দোলনে থাকতে হবে : নজরুল ইসলাম খান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৬

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের সমন্বয়কারী নজরুল ইসলাম খান বলেন, এই মুহুর্তে কোন বিভেদ নয়, প্রয়োজন ঐক্য। ঐক্যবদ্ধভাবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্র মুক্তির আন্দোলনে থাকতে হবে। মনে রাখতে হবে, ঐক্যছাড়া কোন মুক্তি নাই।

তিনি বলেন, মরহুম শফিউল আলম প্রধান জীবনের শেষ দিন পর্যন্ত যে গণতন্ত্র রক্ষার সংগ্রামে ছিলেন, সেই গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে জাগপাকে থাকতে হবে। আজ রবিবার তার বাসভবনে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা'র প্রতিনিধি দলের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন তিনি।

জাগপা ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আবিদুর রহমান ও সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলের উপস্থিত ছিলেন দলের সহ-সভাপতি আ স ম মেজবাহউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আওলঅদ হোসেন শিল্পি, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হুমায়ূন কবির, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক এম.এ হাফিজ, শ্রম বিষয়ক সম্পাদক বাদল প্রধান, কেন্দ্রীয় নেতা সাইফুল ইসলাম, এম.এ ফরিদ প্রমুখ।
 

এবিএন/মারুফ সরকার/জসিম/তোহা

এই বিভাগের আরো সংবাদ