আজকের শিরোনাম :

খালেদা জিয়ার মুক্তি না হওয়ায় ব্রিটিশ পার্লামেন্টের প্রতিনিধি দলের উদ্বেগ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২১:৫১

আইনি প্রক্রিয়ায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে সফররত ব্রিটিশ পার্লামেন্টের তিন সদস্যদের প্রতিনিধি দল। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এ উদ্বেগ প্রকাশ করেন। বৈঠক সূত্রে এতথ্য জানা গেছে। 

বৈঠকে অংশ নেয়া তিন ব্রিটিশ এমপিরা হলেন- কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের প্রেসিডেন্ট অ্যান মেইন, ভাইস প্রেসিডেন্ট পাউল স্কলি ও বব ব্ল্যাক মেন।

এদিকে বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, জাহিদুর রহমান, মো. মোশাররফ হোসেন, পররাষ্ট্র উইংয়ের ফাহিমা নাসরিন মুন্নী, জেবা খান, রুমিন ফারহানা এমপি এবং তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ সফরে আসেন ব্রিটিশ পার্লামেন্টের এ প্রতিনিধি দল। ২০ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ