আজকের শিরোনাম :

ছাত্রদল কাউন্সিলের ভোট গ্রহণ চলছে

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ২০:৩৮

শুরু হয়েছ গেছে জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কাউন্সিলের ভোট গ্রহণ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় ভোট দিচ্ছেন কাউন্সিলরা। ভোট গণনার পর ঘোষণা করা হবে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম। 

এ উপলক্ষ্যে আজ বুধবার সন্ধ্যায় ছাত্রদলের কাউন্সিলররা বিএনপির স্থায়ীর কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় উপস্থিত হয়েছেন। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় মির্জা আব্বাসের শাহজাহানপুরের বাসায় ভোট গ্রহণের সিদ্ধান্ত হয়।

ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির তফসিল অনুযায়ী, ১০টি সাংগঠনিক বিভাগের ১১৬টি শাখায় মোট ৫৬৬ জন ভোটার (কাউন্সিলর) রয়েছেন। এর মধ্যে বরিশাল বিভাগের ৯টি শাখায় ৪৫ ভোট, ঢাকা বিভাগের ২৯টি শাখায় ১৩৮ ভোট, চট্টগ্রাম বিভাগের ১২টি শাখায় ৫৮ ভোট, কুমিল্লা বিভাগের ৬টি শাখায় ৩০ ভোট, খুলনা বিভাগের ১৪টি শাখায় ৭০ ভোট, ময়মনসিংহ বিভাগের ৯টি শাখায় ৪৫ ভোট, রাজশাহী বিভাগের ১১টি শাখায় ৫২ ভোট, সিলেট বিভাগের সাতটি শাখায় ৩৫ ভোট, রংপুর বিভাগের ১৩টি শাখায় ৬৩ ভোট ও ফরিদপুর বিভাগের ছয়টি শাখায় ৩০ ভোট রয়েছে। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ