আজকের শিরোনাম :

জাবি ভিসির বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া উচিত : ফখরুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:২৯

ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ থেকে শোভন-রাব্বানীর অপসারণ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘চাঁদাবাজি ও দুর্নীতির কারণে ছাত্রলীগের দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। একই অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভিসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত।’

জাতীয় প্রেস ক্লাবের সামনে সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এক মানববন্ধনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই নেতার চাঁদাবাজি প্রমাণ করে প্রতিটি জায়গায় সরকারি লোকজন দুর্নীতি করছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বেগম জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘ইতিহাসের দিকে তাকান, সভ্যতার দিকে তাকান। এভাবে নির্যাতন করে, নিপীড়ন করে, খুন করে, হত্যা করে-কেউ চিরদিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। আপনিও পারবেন না।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ