আজকের শিরোনাম :

কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০১৯, ১০:১৩

ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগে ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে পরিবর্তন আসছে কিনা বিষয়টি এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে।

বর্তমানে সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানির ওপর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকার্মীরা ক্ষুব্ধ।

সম্প্রতি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছে মর্মে গণমাধ্যমে খবর প্রকাশের পর থেকে বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী ছাত্রলীগের বিকল্প নেতৃত্ব দেখতে বলেছেন, এমন খবর প্রকাশের পর সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছিলেন, ছাত্রলীগ নিয়ে আলোচনা হয়েছে, তবে কোনো সিদ্ধান্ত হয়নি।

তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে ছাত্রলীগ বিষয়ে আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে।

সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক হবে। এতে ছাত্রলীগের বর্তমান অবস্থা, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, স্থানীয় নির্বাচনে বিদ্রোহী প্রার্থীকে শোকজ-পরবর্তী করণীয় এবং মদদদাতাদের বিষয়সহ নানা বিষয়ে আলোচনা হতে পারে। আলোচ্যসূচিতে এসব রাখা হয়েছে বলে দলীয়একটি সূত্রে জানা গেছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ