আজকের শিরোনাম :

সরকার মিয়ানমারকে চাপ দিতে ব্যর্থ হয়েছে: ফখরুল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ আগস্ট ২০১৯, ২০:১৮ | আপডেট : ৩১ আগস্ট ২০১৯, ২০:৩৩

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা সঙ্কট এখন ভয়াবহ অবস্থায় আছে। এ সঙ্কটের ভবিষ্যৎ বলা মুশকিল। সরকার মিয়ানমারকে চাপ দিতে ব্যর্থ হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, সরকার আমাদের দুষছে। অথচ আমরা কথা বলছি সরকারের পক্ষে। আমরা জাতীয় ঐক্যের কথা বলছি। অথচ তাদের জাতীয় ঐক্য ভালো লাগে না।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে বর্তমানের মতো সঙ্কট আর আসেনি। জনগণ থেকে এ সরকার পুরোপুরি বিচ্ছিন্ন। আমরা জনগণের মাঝে আছি, আমরা হেরে যাব না। আমরা হতাশ নই, শেষ পর্যন্ত লড়বো। অবিলম্বে একাদশ সংসদ নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দেয়ারও দাবি জানান তিনি। 

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ