আজকের শিরোনাম :

বর্ষীয়ান রাজনীতিবিদ মোজাফফর আহমদ আর নেই

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০১৯, ০০:২৪

মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের একমাত্র জীবিত উপদেষ্টা, বর্ষীয়ান রাজনীতিবিদ এবং বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) একাংশের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদ আর নেই।

শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গুরুতর অসুস্থ অধ্যাপক মোজাফফর রাজধানীর অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। তার বয়স হয়েছিল ৯৭ বছর।

এই প্রবীণ নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অধ্যাপক মোজাফ্ফর আহমদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছেন।

এর আগেও বেশ কয়েকবার তিনি লাইফ সার্পোটে ছিলেন। গত বছরের জুলাই মাসে গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে অধ্যাপক মোজাফফর আহমদকে রাজধানীর বসুন্ধরার অ্যাপলো হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এরপর একই বছরের শেষ দিকে তাকে আবারও রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সার্পোটে রাখা হয়েছিল।

অধ্যাপক মোজাফফর আহমেদ ১৯২২ সালের ১৪ এপ্রিল কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামের সম্ভ্রান্ত ভূঁইয়া পরিবারে জন্মগ্রহণ করেন।

এবিএন/শংকর রায়/জসিম/পিংকি

এই বিভাগের আরো সংবাদ