আজকের শিরোনাম :

২০ দলের বৈঠক সন্ধ্যায়

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০১৯, ১৭:৩১

জোট নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচি ঠিক করতে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে আজ। সন্ধ্যা ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ওই বৈঠক অনুষ্ঠিত হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

সূত্র জানায়, কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনসহ সাম্প্রতিক নানা বিষয় নিয়ে সোমবারের ওই বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হবে।

জানা গেছে, খালেদা জিয়ার আশু মুক্তির দাবিতে আন্দোলন কর্মসূচি দিতে যাচ্ছে ২০ দলীয় জোট। আন্দোলনের অংশ হিসেবে সব বিভাগীয় শহরে জোটের ব্যানারে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি দেয়া হতে পারে। শনিবার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এসব কর্মসূচিতে ২০ দলকে সম্পৃক্ত করা হতে পরে। এসব সমাবেশে পরে প্রতিটি জেলা শহরে আন্দোলন কর্মসূচি দেয়া হতে পারে।

প্রসঙ্গত জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছর দণ্ডিত হয়ে গত বছরের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দি খালেদা জিয়া। দীর্ঘদিন কারাভোগ করায় তিনি বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তাকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ