আজকের শিরোনাম :

বগুড়ায় জালিয়াতি করতে ইভিএমে ভোট নিতে চায় কমিশন: রিজভী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০১৯, ২১:১৭

বগুড়ার উপনির্বাচনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিএনপি। সোমবার (১৭ জুন) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ইভিএম ব্যবহারের নেতিবাচক দিক তুলে ধরে এ প্রতিবাদ জানান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বগুড়ায় ধানের শীষের ভোটের জোয়ার বিবেচনায় নিয়েই জালিয়াতি করতে ইভিএমে ভোট নিতে চায় নির্বাচন কমিশন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী বলেন, বিশ্বব্যাপী পরিত্যক্ত ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) নিয়ে মহাপরিকল্পনার অংশ হিসেবে সরকার এটি নিয়ে আবারও ব্যস্ত হয়ে পড়েছেন। তার প্রমাণ বগুড়ার আসন্ন উপনির্বাচনের প্রতিটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। যেহেতু বগুড়ায় ধানের শীষের ভোট বেশি সে কারণে ইভিএমের মাধ্যমে ভোট নেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ