আজকের শিরোনাম :

বাজেট উচ্চাভিলাষী, গণমানুষের আগ্রহ নেই: বিএনপি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জুন ২০১৯, ১৭:৪৮ | আপডেট : ১৪ জুন ২০১৯, ১৭:৫০

২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে গণমানুষের কোনও আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘কারণ বছর শেষে এই বাজেট কাটছাঁট করা হয়। এবারের বাজেট উচ্চাবিলাষী।’

শুক্রবার (১৪ জুন) বিকালে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাজেট বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বিএনপি এই সংবাদ সম্মেলন আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, ‘বাজেটে সরকারের ব্যয় করার উচ্চাবিলাষ থাকলেও আয় করার সামর্থ্য কমে গেছে।’

বাজেট আরও ঘাটতি বাড়বে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘‘বাজেটের স্লোগান, ‘সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের।’ আসলে এটা তাদের (আওয়ামী লীগ), একমাত্র তাদের। এটা জনগণের বুঝতে কোনও সমস্যা হচ্ছে না।’’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ