আজকের শিরোনাম :

সংসদে দলের এমপিদের জোরালো ভূমিকা রাখার নির্দেশ বিএনপির

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০১৯, ১০:০২

আজ মঙ্গলবার (১১ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশ শুরু হচ্ছে। এদিন জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেবেন বিএনপি থেকে নির্বাচিত পাঁচ সংসদ সদস্য ও একজন সংরক্ষিত নারী সদস্য। 

এজন্য গতকাল সোমবার (১০ জুন) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে বৈঠকে বসেন। 

ওই বৈঠকে লন্ডন থেকে স্কাইপেতে যোগ দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সংসদের বাজেট অধিবেশনে দলের পক্ষে জোরালো ভূমিকা রাখার নির্দেশনা দিয়েছেন বলে জানা যায়।  

বৈঠকের বিষয়ে জানতে চাইলে বাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আব্দুস সাত্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সংসদ অধিবেশন নিয়ে দলের নেতাদের সঙ্গে আমরা কথা বলেছি। যেন আমরা সবাই ঠিক থাকি, সবকিছুর ঠিকঠাক জবাব দিতে পারি, নিয়মিত অধিবেশনে যোগ দিই-এসব ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে দল থেকে।’ তিনি বলেন, ‘সংসদে যোগদানের সুযোগের কীভাবে সদ্ব্যবহার করতে পারি, সে বিষয় নিয়ে কথা হয়েছে।’

দলীয় সূত্রে জানা গেছে, সংসদে বক্তব্যে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি প্রাধান্য দেওয়ার নির্দেশ দিয়েছেন তারেক রহমান। এছাড়া বাজেট অধিবেশনের বিষয় অনুযায়ী, বিভিন্ন খাতে সরকারের অনিয়মের বিষয়টিও তুলে ধরার নির্দেশ দিয়েছেন। সরকারের অনিয়মের তথ্য-উপাত্ত দিয়ে সংসদ সদস্যদের সাহায্য করবেন কেন্দ্রীয় কমিটির স্ব স্ব বিষয়ক সম্পাদকমণ্ডলীর নেতারা।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘তারেক রহমান আগে বিএনপির কেন্দ্রীয় কমিটির বিষয়কভিত্তিক সম্পাদকদের সরকারের বিভিন্ন সেক্টরের অনিয়মের চিত্র তুলে ধরে একটি রিপোর্ট তৈরি করতে বলেছেন। যেমন, শিক্ষাবিষয়ক সম্পাদক সরকারের শিক্ষা ক্ষেত্রের অনিয়ম নিয়ে প্রতিবেদন তৈরি করবেন। সেই প্রতিবেদন সংসদ সদস্যরা সংসদে তুলে ধরবেন। এ রকম সব সম্পাদককে ছায়ামন্ত্রীর মতো প্রতিবেদন তৈরির নির্দেশনা দেওয়া আছে।’

বিএনপির সংসদ সদস্যদের বক্তব্যে কোন বিষয় প্রাধান্য পাবে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ‘মঙ্গলবার আমরা আবার বসে ঠিক করবো, কোন বিষয়কে প্রাধান্য দেওয়া যায়। তবে খালেদা জিয়ার বিষয় তো থাকবেই।’

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সংসদ সদস্য হারুন অর রশীদ, আব্দুস সাত্তার ভূইয়া, মোশারফ হোসেন, আমিনুল ইসলাম, জাহিদুর রহমান ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

এবিএন/জনি/জসিম/জেডি

এই বিভাগের আরো সংবাদ