আজকের শিরোনাম :

‘পরিস্থিতির প্রয়োজনে সংসদ নির্বাচনে সেনা মোতায়েন’

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুন ২০১৮, ১৭:৩২

ঢাকা, ০৭ জুন, এবিনিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সিইসি কি বলেছে, এটা আমাদের বোঝা উচিত। সিইসি বলেছেন, ‘মনে হয় সেনাবাহিনী মোতায়েন হতে পারে।’ আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমণ্ডি ৩২ এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন,‘পরিস্থিতির প্রয়োজনে নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিলে সরকার সহযোগিতা করবে।’

 তিনি আরো বলেন, ‘সেনাবাহিনী মোতায়েন তো পরিস্থিতির প্রয়োজনে ইসি অনুরোধ করবে সরকারকে, কারণ প্রতিরক্ষা মন্ত্রণালয় আইন প্রয়োগকারী যে সংস্থা ইসির অধীনে যাবে, সেনাবাহিনী কিন্তু এর মধ্যে নেই।’

তিনি আরো বলেন, ‘আমরাও কিন্তু বলিনি সেনাবাহিনী মোতায়েন হবে না। যদি পরিস্থিতিতে প্রয়োজন হয়, সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজনীয়তা দেখা দেয়, তখন নির্বাচন কমিশন সরকারকে অনুরোধ করবে, তাহলেই কেবল সেনাবাহিনী মোতায়েন করা হবে।’

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি প্রতারণা নিয়ে কি ভাবছে? তারা ভালো বাজেটে প্রতারিত হচ্ছে তাই? বাজেটটা জনগণের স্বার্থে আসছে এবং কোনো কর ছাড়া বাজেট আসছে। এতে তো জনগণ খুশি। জনগণ খুশি হলেই বিএনপি অখুশি হবে এটাই স্বাভাবিক।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ