আজকের শিরোনাম :

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন রুমিন

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০১৯, ১৩:৪২

একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনে দলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে মনোনয়ন দিয়েছে বিএনপি। 

একাদশ সংসদে বিএনপির ৫ সদস্য যোগ দেওয়ার পর নিয়ম অনুযায়ী একজন নারী সংসদ সদস্য পাবে বিএনপি। ফলে তফসিল ঘোষণার পর থেকে সংরক্ষিত নারী আসনে বিএনপির কাকে মনোনয়ন দেয়া হবে তা নিয়ে চলছিল জল্পনা-কল্পনা। রুমিন ফারহানাকে মনোনয়ন দেয়ার পর সেই জল্পনা-কল্পনার অবসান ঘটল।

আইনজ্ঞ হিসেবে রুমিন ফারহানার নিজস্ব পরিচিতি রয়েছে। দেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক পরিবারে তার জন্ম ও বেড়ে ওঠা। বামপন্থি রাজনীতিক অলি আহাদের মেয়ে রুমিন ফারহানা বিএনপির কূটনৈতিক উইং শাখায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

প্রসঙ্গত, গত বুধবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ বিএনপির একটি নারী আসনের জন্য তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০ মের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র বাছাই হবে ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৮ মে ও ভোট ১৬ জুন।

এবিএন/সাদিক/জসিম

এই বিভাগের আরো সংবাদ