আজকের শিরোনাম :

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ঢাবি না থাকার কারণ জানালেন মঈন খান

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০১৯, ১৯:৩৪

লন্ডনভিত্তিক টাইমস হায়ার এডুকেশন পরিচালিত র‌্যাংকিংয়ে এশিয়ার ৪১৭টি বিশ্ববিদ্যালয় স্থান করে নিলেও সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম না থাকায় হতাশ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, তালিকায় নাম না থাকার কারণগুলোও ব্যাখ্যা করেছেন তিনি।

তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম না থাকার সম্ভাব্য কারণ উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ডিপার্টমেন্টে কোর্স কারিকুলাম উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তাল মিলিয়ে হালনাগাদ করা হয় না।’

তিনি বলেন, ‘মানসম্মত শিক্ষক নিয়োগ মানসম্মত পাঠদানের জন্য অতীব জরুরি একটি বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব চরম আকার ধারণ করেছে। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধাকে মূল্যায়ন না করে নিছক দলীয় রাজনৈতিক কর্মীকে নিয়োগ প্রদানের মাধ্যমে শিক্ষক রাজনীতিতে প্রভাব বজায় রাখা হয়।’

এছাড়া তিনি বলেন, ‘নির্ধারিত পাঠ্যপুস্তকের পাশাপাশি হরেক রকম রেফারেন্স বই এবং জার্নালের সম্ভার থাকতে হয় বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারগুলোতে। উন্নত বিশ্বের সবগুলো বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ইলেকট্রনিক লাইব্রেরিতে পরিণত হয়েছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিটি এখন পুরনো বইয়ের একটি প্রদর্শনী কেন্দ্রে পরিণত হয়েছে।’

সেরা বিশ্ববিদ্যালয়ের জরিপ করার সময় বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, গবেষণা, জ্ঞান আদান-প্রদান এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি- এই চারটি বিষয়কে প্রাধান্য দিয়েছে টাইমস হায়ার এডুকেশন। এতে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে চীনের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ের নাম উঠে এসেছে। দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং হংকং ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির নাম। এই জরিপে চীনের ৭২টি, ভারতের ৪৯টি, তাইওয়ানের ৩২টি, পাকিস্তানের ৯টি এবং হংকংয়ের ৬টি বিশ্ববিদ্যালয়ের নাম আছে। এমনকি নেপাল ও শ্রীলঙ্কার বিশ্ববিদ্যালয়ও আছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই এই তালিকায়।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ