আজকের শিরোনাম :

ছাত্রলীগের কমিটি পুনর্গঠনের দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০১৯, ১৭:১৩

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের দাবিতে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন পদবঞ্চিতরা। কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন না করা হলে একযোগে পদত্যাগের হুমকি দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৪ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হুমকি দেওয়া হয়।

তাদের এই দাবি মানা না হলে অনশন, বিক্ষোভ ও একযোগে পদত্যাগ করা হবে বলে হুমকি দেন নবগঠিত কমিটির উপ সাংস্কৃতিক সম্পাদক নিপু ইসলাম তন্বী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিগত কমিটির প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বাবু বলেন, ছাত্রলীগে নিষ্ক্রিয়, সাবেক চাকরিজীবী, বিবাহিত, অছাত্র, গঠনতন্ত্রের অধিক বয়স্ক, বিভিন্ন মামলার আসামি, মাদকসেবী, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের দায়ে আজীবন বহিষ্কৃতসহ নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের পদায়ন করা হয়েছে, যা ছাত্রলীগের নিবেদিত প্রাণকর্মী হিসেবে আমাদের ব্যথিত করেছে।”

উল্লেখ্য, সর্বশেষ সম্মেলনের প্রায় এক বছর পর সোমবার (১৩ মে) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। পূর্ণাঙ্গ কমিটিতে পদবঞ্চিতরা এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন শুরু করার পরপর সেখানে হামলা চালায় আগে থেকেই সেখানে অবস্থান নেওয়া শতাধিক নেতাকর্মী।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ