আজকের শিরোনাম :

দেশে গণতন্ত্রের নামে ক্রসফায়ার চলছে: রিজভী

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুন ২০১৮, ১৮:২৯

ঢাকা, ০৫ জুন, এবিনিউজ : দেশে গণতন্ত্রের নামে ক্রসফায়ার চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার  দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ভারতকে একতরফভাবে নানা সুবিধা দেয়ার বিনিময়ে আওয়ামী সরকার আবারো ভোটারবিহীন নির্বাচন করার রূপরেখা তৈরি করছে।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহ্সচিব রুহুল কবির রিজভী বলেন, ‘গণতন্ত্র এখন ক্রসফায়ার তন্ত্রের বেঁড়াজালের মধ্যে আবদ্ধ। একদিকে মাদকবিরোধী অভিযান চলছে। অন্যদিকে এদের হোতারা যারা ক্ষমতাশীল দলের লোকজন তারা দেশ ছেড়ে পালিয়েছে। বলছেন, ওমরা করতে যাচ্ছেন। অদ্ভূত এক প্যারাডক্সের মধ্যে বাস করছি।’

নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে রিজভী বলেন,‘নির্বাচন একতরফা করতে গ্যারান্টি চাচ্ছেন ভারতের কাছ থেকে। স্বাধীন দুইটি দেশের সহযোগিতায় উভয়পক্ষের প্রত্যাশা থাকে। কিন্তু বাংলাদেশের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তি মেলাতে গিয়ে দেখা যায়, বাংলাদেশের প্রাপ্তি শুভংকরের ফাঁকি। আর যেখানে ভারতকে সব দিয়ে দেওয়া হয়েছে।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ