আজকের শিরোনাম :

নিপুন রায়কে ভারত যেতে বাধা

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০১৯, ১৬:৫৮

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীকে ভারত যেতে না দেয়ার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১টায় নভোএয়ারের একটি নিয়মিত ফ্লাইটে তার ভারত যাওয়ার কথা ছিল। পরে তাকে একাধিক মামলা চলমান থাকায় ফিরিয়ে দেয় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

নিপুন রায় সংবাদমাধ্যমকে বলেন,  অন্য কোনো সফর নয় ব্যক্তিগত সফরে সপরিবারে ভারতের কলকাতা যেতে চেয়েছিলাম।  ২৩ এপ্রিল কলকাতা থেকে ঢাকায় ফেরার রিটার্ন টিকেটও আমাদের ছিল। কিন্তু আমাকে যেতে দেয়া হয়নি। ইমিগ্রেশন পুলিশের কাছে কারণ জানতে চাইলে তারা মামলার অজুহাত সামনে নিয়ে আসে। তাদের বাধার কারণে বিমানবন্দর থেকে ফেরত আসতে হয়। 

এর আগে ৯ মার্চ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে ভারত যেতে বাধা দেয়া হয়। দুদিনের ব্যক্তিগত সফরে কলকাতা যাওয়ার কথা ছিল তার। আজ বাধা দেয়া হলো তার পুত্রবধূ নিপুণ রায় চৌধুরীকে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ