আজকের শিরোনাম :

সরকারের উদাসীনতায় সড়কে দুর্ঘটনা বেড়েছে: ড. কামাল

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০১৯, ২১:২২

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ ও গণফোরাম সভাপতি নেতা ড. কামাল হোসেন বলেছেন, নিরাপদ সড়কের দাবিতে সারা দেশের ছাত্ররা ৯ মাস পূর্বে আন্দোলন করেছিল, দাবি উত্থাপন করেছিল, মৌখিক কিছু দাবি মানাও হয়েছিল। কিন্তু সরকার ও সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদাসীনতায় সড়কে দুর্ঘটনা বেড়েছে।

সড়ক দুর্ঘটনায় মেধাবী ছাত্র আবরারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। বুধবার (২০ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ড. কামাল হোসেন বলেন, কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ না করায় সড়কে প্রতিদিন দুর্ঘটনায় মানুষের অপমৃত্যু হচ্ছে।

তিনি বলেন, ট্রাফিক সপ্তাহ চলাকালীন সময়ে মেধাবী ছাত্র আবরারের মৃত্যুতে তার সহপাঠীসহ সাধারণ ছাত্ররা আবারও রাজপথে আন্দোলনে নেমেছে। এটা সড়কে অব্যবস্থাপনার বিরুদ্ধে সাধারণ ছাত্রদের ক্ষোভ।

প্রসঙ্গত, মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত (ঢাকা-মেট্রো-ব-১১-৪১৩৫) বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা আট দফা দাবি ঘোষণা করেন। বুধবার (২০ মার্চ) বিকেলে চলমান আন্দোলন সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ