আজকের শিরোনাম :

ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আহ্বান ফখরুলের

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০১৯, ১৯:৫৪

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি।  এই হামলার ঘটনায় আজ শুক্রবার এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফখরুল বলেন, ‘আমি আশা করছি, নিউজিল্যান্ডের সরকার বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়দের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করবে। এই হামলার ঘটনায় আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং সন্ত্রাসীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে জোর দাবি জানাচ্ছি। এই হতাহতের ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি, নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করছি।’

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হ্যাগলি ওভাল মাঠের খুব কাছের ওই মসজিদে সন্ত্রাসী হামলায় বেশ কিছু মানুষ হতাহত হয়েছে। এতে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।’

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খোলোয়াড়রা জুম্মার নামাজ আদায়ের জন্য ক্রাইস্টচার্চ হ্যাগলি ওভাল মাঠের কাছের মসজিদে উপস্থিত হন। সেখানে প্রবেশের মুহুর্তে স্থানীয় একজনের কাছে তারা জানতে পারেন তখনই এই মসজিদে মুসলিদের ওপর সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। আতঙ্কিত খেলোয়াড়রা তখন দৌড়ে মাঠে ফেরত আসেন। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি নিরাপদে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা গন্তব্যস্থলে ফেরত আসতে পেরেছে।’

এদিকে ঘটনার পরপর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন দলটির সিনিয়র যুগ্মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। যারা এই সন্ত্রাসী ঘটনায় নিহত হয়েছেন দলের পক্ষ থেকে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। দোয়া করি, মহান রাব্বুল আল-আমিন যেন আমাদের খেলোয়াড়দের নিরাপদ রাখেন, হেফাজত করেন।’

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ