আজকের শিরোনাম :

ভাষা শহীদদের কবরে ও কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির শ্রদ্ধাঞ্জলি

  অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩৭ | আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি আজ সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পার্ঘ্য অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে বিএনপি আজ সকাল ৭ টায় রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে থেকে প্রভাত ফেরি বের করে। প্রভাত ফেরির নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম । কালো ব্যাজ বুকে ধারণ করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ধীর পায়ে প্রভাত ফেরি সহকারে এগিয়ে যায় আজিমপুর কবরস্থানের দিকে। সেখানে ভাষা শহীদ শফিউর রহমান ও আবুল বরকতের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মুনাজাত করেন তারা। সেখান থেকে পুনরায় প্রভাত ফেরি সহকারে আজিমপুর,ইডেন কলেজ মোড়, পলাশীর মোড়, এস এম হল, জগন্নাথ হল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে পুস্পার্ঘ্য অর্পন করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি,যুব দল,স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্র দল, জাসাস, কৃষক দল, মুক্তিযাদ্ধা দল নেতৃবৃন্দ।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপি চেয়ারপারসনের উপদেস্টা আব্দুস সালাম,জয়নুল আবেদীন ফারুক, ডা.সিরাজ উদ্দিন ,ডা. ফরহাদ হালিম ডোনার,যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন,সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী,শিক্ষা বিষয়ক সম্পাদক ওবায়দুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান, সহ যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী, সহ তথ্য বিষয়ক সম্পাদক আলীমুল ইসলাম শিমুল, কেন্দ্রীয় সদস্য ফরহাদ হোসেন আজাদ,সালাহ উদ্দিন ভুইয়া শিশির, রফিক শিকদার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল, যুব দলের সিনিয়র সহ সভাপতি মোরতাজুল করিম বাদরু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন,ছাত্র দলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল আহসান,শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন,ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আন্জু, সাধারণ সম্পাদক হাসান উল্লাহ হাসান,শামসুল হক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এবিএন/মমিন/জসিম

এই বিভাগের আরো সংবাদ